শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

আইএফআইসি ব্যাংকের রাজশাহীতে একটি প্রশংসনীয় উদ্যোগ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৪৭ পিএম

আইএফআইসি ব্যাংকের রাজশাহীতে একটি প্রশংসনীয় উদ্যোগ

রাজশাহী সরকারি মহিলা কলেজের তিন শতাধিকের বেশী শিক্ষার্থীর অংশগ্রহণে ফেস্টিবল অব ইউথ ২০২৫" শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্টিত হয়। গত ০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ মেজবাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ সারওয়ার জাহান।
এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল, ব্যাংকিং খাত ও সেবার সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব বিষয়ে বিশদ ধারণা লাভ করেন এবং সরাসরি অতিথিদের নিকট থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর পান।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!