বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাজউকের নতুন চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল সিদ্দিকুর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৯:৩৩ পিএম

রাজউকের নতুন চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল সিদ্দিকুর


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার। আগামী দুই বছরের জন্য তাকে এ চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। ৪ এপ্রিল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব ড. আশরাফুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 
প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৫৩ এর ধারা ৪(২) অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 
‘ঢাকায় ঢোকা-বের হওয়ার পথ নির্বিঘ্ন রাখা মূল চ্যালেঞ্জ’‘ঢাকায় ঢোকা-বের হওয়ার পথ নির্বিঘ্ন রাখা মূল চ্যালেঞ্জ’ এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!