সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

পূর্বাচলের প্লট দুর্নীতি: শেখ রেহানাসহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা ২৫ নভেম্বর

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:০৭ পিএম

পূর্বাচলের প্লট দুর্নীতি: শেখ রেহানাসহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা ২৫ নভেম্বর

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ পেতে দুর্নীতির আশ্রয় নেয়ার অভিযোগে করা মামলার আসামিপক্ষের আত্মসমর্থন শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) আসামিপক্ষের আত্মসমর্থন শুনানি শেষে এ দিন ধার্য করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত। 
এদিন মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি খুরশিদ আলমকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। 
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দ পেতে দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় আজ (২৩ নভেম্বর) আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ ধার্য করেন আদালত।  
গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সেদিন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানিয়েছিলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা ও তার ছেলে–মেয়ের নামে ১০ কাঠা করে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে আলাদা ছয়টি মামলা করে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অন্য মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সব কটি মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।
মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হলেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি। ছবি: সংগৃহীত

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!