রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

এবার ধানমন্ডি লেকে মিললো যুবকের মরদেহ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:৩৬ পিএম

এবার ধানমন্ডি লেকে মিললো যুবকের মরদেহ

রাজধানীর ধানমন্ডির সুদাসদনের পেছনে লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির নাম ওমর ফারুক (১৮)। তিনি হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড়ের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় লাশটি। পরে লোকজন থানায় খবর দেন। এরপর সেখানে পুলিশ ছুটে যায়। ধানমন্ডি থানা পুলিশ পৌনে ৯টার দিকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ধানমন্ডি থানার এসআই খলিল জানান, লাশটি উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!