শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

এবার সি আর আবরার,আর নেই দরকার’¯েøাগানএমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:১৫ পিএম

এবার সি আর আবরার,আর নেই দরকার’¯েøাগানএমপিওভুক্ত শিক্ষকদের

২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ ৩ দাবিতে আন্দোলনের ৭ম দিনে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এসময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ¯েøাগান দেন ‘সি আর আবরার, আর নেই দরকার’।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল বের করেন। পরে মিছলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা।
সমাবেশে শিক্ষকরা বলেন,‘দেশের মন্ত্রী, আমলাদের বাড়ি ভাড়া শুধু নয়, পুরো বাড়িই লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়ি ভাড়া পাচ্ছি না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে, বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি। কিন্তু শোনার কেউ নেই।’
তারা বলেন,‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের অল্প এই দাবি মেনে নিতে না পারলে শিক্ষামন্ত্রীর আর থাকার প্রয়োজন নেই।’
এদিন মিছিলে শিক্ষকদের হাতে কালো পতাকা ও মাথায় ২০ শতাংশ বা ভাড়ার দাবির ব্যান্ড দেখা যায়। এছাড়া ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক,‘নেব না, নেব না, ৫০০ টাকা নেব না’, ‘যাব না, যাব না, বাড়ি ফিরে যাব না,‘শিক্ষকদের এক দাবি, ২০ পার্সেন্ট ২০ পার্সেন্ট’‘আমাদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে ‘সি আর আবরার,আর নেই দরকার’ সহ নানান ¯েøাগান দিতেও দেখা যায় শিক্ষকদের।
প্রসঙ্গত,বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি ঘিরে বেলা ১টার পর থেকেই কয়েক হাজার শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা খন্ড খন্ডভাবে একসঙ্গে ¯েøাগান দিতে থাকেন।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকেল ৫টার পর আবার শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সেদিন থেকে আজ ৭ম দিনেও তারা তাদের দাবি আদায়ে অনড় অবস্থান কর্মসূচি পালন করছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!