মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

ছাত্রীর পরিকল্পনায় জবির জোবায়েদকে খুন করে প্রথম প্রেমিক: পুলিশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০১:৫৪ পিএম

ছাত্রীর পরিকল্পনায় জবির জোবায়েদকে খুন করে প্রথম প্রেমিক: পুলিশ

ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জবির জোবায়ের। রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে হত্যার পরিকল্পনায় নাম উঠে এসেছে তারই ছাত্রী ও প্রেমিকের। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন তার প্রথম প্রেমিক। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন,‘জোবায়েদ পুরান ঢাকার বংশালের নুরবক্স লেনের একটি বাসায় ছাত্রীকে পড়াতে গিয়ে হত্যার শিকার হন। জোবায়েদ ওই ছাত্রীকে পড়াতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওই ছাত্রী একই সময়ে তার প্রথম প্রেমিক ও জোবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলো। ত্রিভূজ প্রেম থেকে বের হতে নিজেই হত্যার পরিকল্পনা সাজায় ওই ছাত্রী। এই ঘটনায় ছাত্রী এবং তার প্রথম প্রেমিক ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন,‘ওই ছাত্রী একই সময়ে তার গৃহ শিক্ষক জোবায়েদ ও প্রথম প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলো। গত ২৬ সেপ্টেম্বর প্রথম প্রেমিক বিষয়টি নিয়ে ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করলে সেদিনই গৃহশিক্ষক জোবায়েদকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করেন তারা। পরবর্তীতে প্রথম প্রেমিক ও তার বন্ধু মিলে চাকু কিনে ১৯ অক্টোবর ওই ছাত্রীর বাসায় অবস্থান নেয়। এরপর ওই ছাত্রী তার শিক্ষক ও প্রেমিক জোবায়েদকে ডেকে আনে। এসময় বাসার সিড়ির রুমে তর্কবিতর্কের এক পর্যায়ে জোবায়েদকে গলায় পোচ দিয়ে হত্যা করা হয়।’
গত ২৫ সেপ্টেম্বর থেকে তার ছাত্রী ও ছাত্রীর প্রেমিক এ পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।জোবায়েদ জবির পরিসংখ্যান বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের ছাত্র ১৫ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!