শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

অক্টোবর মাসেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ, সই করা যাবে পরেও: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১১:৩০ পিএম

অক্টোবর মাসেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ, সই করা যাবে পরেও: আলী রীয়াজ

চলতি অক্টোবর মাসের মধ্যেই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্র্বতী সরকারকে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ৩১ অক্টোবর কমিশনের মেয়াদ পূর্তির আগেই সরকার সুপারিশ অনুযায়ী সনদ বাস্তবায়ন শুরু করবে। ১৭ অক্টোবর শুক্রবার যেসব দল জুলাই সনদে সই করবে না, তারা পরেও সই করতে পারবে।
আজ বৃহস্পতিবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে জানাতে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, সনদ বাস্তবায়নে কমিশনের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারও ৩১ অক্টোবরের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে সনদের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে। সঠিকভাবে এবং সবার অংশগ্রহণে যাতে সনদ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায়, এই বিধান থাকবে কমিশনের সুপারিশে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেন, সনদ বাস্তবায়ন করা গেলে রাজনৈতিক সংস্কৃতির বড় পরিবর্তন হবে। অনুষ্ঠানে ছোট্ট একটি তথ্যচিত্র থাকবে। এতে দেখানো হবে, কোথা থেকে কোথায় এলাম। সনদ আসলে কী দেবে জনগণকে। আগামী দুই মাসে তুলে ধরা ধরা হবে, সনদ কীভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবে। সনদ সইয়ের মাধ্যমে আমরা উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা করব। 
নোট অব ডিসেন্টসহ ৮৪ সংস্কারে ঐকমত্য হওয়া গেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, এর ভিত্তিতে সনদ প্রণয়ন করা হয়েছে। যা আগামী শুক্রবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে স্বাক্ষর হবে। বিভিন্ন রকমের মতভিন্নতা সত্ত্বেও আশা করি,সনদ প্রণয়নে যুক্ত রাজনৈতিক দলের নেতারা আসবেন, সই করবেন। তারা সনদে স্বাক্ষরের আরেকটি পর্যায়ে অগ্রসর হতে পারব।
চারটি বাম দল ইতোমধ্যে জানিয়েছে তারা সনদে সই করবে না। এনসিপি জানিয়েছে, সনদের বাস্তবায়ন আদেশের খসড়া আগে না দেখে সই করবে না।
এই ঘোষণা ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে আলী রীয়াজ বলেন, বুঝতে পারি,এটি তাদের রাজনৈতিক অবস্থান। তবে আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবেন। শুক্রবার কোনও দল সনদে সই না করলে, পরেও করতে পারবে।
আলী রীয়াজ বলেন,কমিশন ইতোমধ্যে জানিয়ে দিয়েছে সনদে স্বাক্ষরের পরই বাস্তবায়নের সুপারিশ সরকারকে দেওয়া হবে। আশা করি, এনসিপি এতে অংশ নেবে।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও আমন্ত্রণ করা হচ্ছে।
সনদ প্রণয়নে সংলাপে অংশ নেওয়া দলগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আলী রীয়াজ বলেন, সনদ কেবল এক বছরের প্রচেষ্টার ফসল নয়, দীর্ঘদিন ধরে দেশের মানুষের গণতন্ত্রের আকঙ্খা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা- যা বারবার হোঁচট খেয়েছে। তারপরও সবার চেষ্টা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা হয়েছে এই সনদে।
আলী রীয়াজ বলেন,জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১৭ অক্টোবর শুক্রবার জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কারণে সংসদ এলাকায় ড্রোন উড়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেল ৪টায় শুরু হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!