দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রæয়ারি মাসে রমজানের আগে অনুষ্ঠিত হবে। গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আমরা আপনাদের জানাব। এ সময় প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনপ্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে বলে জানান তিনি।
ইসি আরও উল্লেখ করে বলেন, নির্বাচনের পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং মিডিয়ার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনা বিধিমালা অনুযায়ী কিছু প্রতীকের তপশিল থাকে, যা সময় সময় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়।
প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনপ্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে এবং কয়েদি আসামিদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে, সে সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্ত আসা বাকি রয়েছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না,জানতে চাইলে মো. আনোয়ারুল বলেন,এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।
নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন,পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

              
                        
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :