বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার বহুতল ভবনসহ জমি ক্রোকের আদেশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:০১ পিএম

বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার বহুতল ভবনসহ জমি ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমেরগুলশান রাজস্ব সার্কেলে একটি বহুতল ভবনসহ ৩৮৫ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বৃহস্পতিবার  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।  
দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আবেদনটি করেন সংস্থাটির উপ-পরিচালক (মানিলন্ডারিং) জাহাঙ্গীর আলম।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেশকার রিয়াজ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আহমেদ আকবর সোবহান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচার করে অবৈধ সম্পদের মলিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে। 
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, আর এটা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশীট দাখিল ও আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। 
তাই, অনুসন্ধান শেষে মামলা দায়ের ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশীট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে এবং সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করা একান্ত প্রয়োজন।সংগৃহীত ছবি

 


‎‎‎‎‎‎

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!