শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

শ্রদ্ধা জানাতে জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৫১ পিএম

শ্রদ্ধা জানাতে জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন তিনি।
১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। এদিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হযরর্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। তার সঙ্গে ঢাকায় ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য ও আত্মীয়-স্বজনরা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান চলে যান পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে।সেখানে বিপুল নেতাকর্মী তাকে সংবর্ধনা দেন। এরপর তিনি মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে মায়ের পাশে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর বৃহস্পতিবার রাতে সারা দিনের ব্যস্ততা শেষে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। এই বাড়িতেই থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।আজ রাজধানীর শেরেবাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
তারেক রহমান আগামীকাল শনিবারও (২৭ ডিসেম্বর) দুটি কর্মসূচিতে অংশ নেবেন। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার কাজ সারবেন। এদিন তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখান থেকে তার রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!