শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

রাজধানীতে এবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে থৈ থৈ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:১৮ এএম

রাজধানীতে এবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে থৈ থৈ

ঢাকায় টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি আজ বুধবার সকাল পর্যন্তও। বৃষ্টির সাথে বজ্রপাতের আওয়াজও পাওয়া যায়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার, যা এ বছরের সর্বোচ্চ।
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিবন্ধকতা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা।
এদিকে রাজধানীর পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায়ও ভারী বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।
তিনি বলেন,“ঢাকায় ছয় ঘণ্টায় যে বৃষ্টিপাত হয়েছে, তা দেশের সর্বোচ্চ। সম্ভবত এটি এ বছর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত।”
এই আবহাওয়াবিদ আরও জানান,পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও এই বৃষ্টিপাত তার কারণে নয়। মূলত গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় এ বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে।তরিফুল নেওয়াজ কবীর জানান, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে। এদিকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!