রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে জাহাজ এলো মোংলা বন্দরে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৮:২৯ পিএম

গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে জাহাজ এলো মোংলা বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এমভি উইকোটাটি নামের একটি জাহাজটি মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-০১ এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে গঠ ডঊঈঙ ঞঅঞও (এমভি ডবিøউইসিও তাতাই)জাহাজটি মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
বাংলাদেশ ইতোমধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান।
চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রæত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!