বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এটি হবে বান্তব ও ঐতিহাসিক নির্বাচন। গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু ভোট।’
তিনি আরও বলেন,পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সময়কার নির্বাচনগুলো ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ’।
ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদরদপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডবিøউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে গতকাল সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠককালে তিনি এমন মন্তব্য করেন।
দুই নেতা ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং পরে এফএওর সদরদপ্তরে বৈঠক করেন। সেখানে তারা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন-যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশল।
বৈঠকে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রæয়ারির মধ্যে সফরের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশে যাব।’
প্রেসিডেন্ট লুলা আরও বলেন, ‘ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানে অভিজ্ঞতা ভাগাভাগি,সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণ বিষয়ে বাংলাদেশের থেকে শিখতে আগ্রহী।’ জবাবে ড. ইউনূস বলেন,দারুণ হবে সেটা।’
দুই নেতা গভীর সমুদ্র মৎস্য আহরণ,ফার্মাসিউটিক্যালস- বিশেষ করে টিকা সাশ্রয়ী ও পেটেন্টমুক্ত করার উদ্যোগ-জলবায়ু পরিবর্তন মোকাবিলা (আগামী কপ৩০ সম্মেলনের প্রেক্ষাপট) এবং ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তরুণ নেতৃত্বাধীন গণআন্দোলনের মতো বিষয়েও আলোচনা করেন।
ড. ইউনূস তার ব্রাজিল সফরের পূর্ব অভিজ্ঞতা স্মরণ করেন, যার মধ্যে ছিল ২০০৮ সালে সে দেশের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের প্রধান শহরগুলোতে তার সফর।
এ সময় প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনূসকে কপ৩০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। জবাবে প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি কপ৩০ এ যোগ দিতে পারবেন না। কারণ সেসময় তিনি বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।একই সঙ্গে ড. ইউনূস বাংলাদেশে ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি আবেগপূর্ণ সমর্থন তুলে ধরেন।তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ ব্রাজিলকে সমর্থন করে।
এতে উপস্থিত ছিলেন-খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ ছাড়া ব্রাজিল সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ছবি: প্রেস উইং
আপনার মতামত লিখুন :