শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

দেশে নির্বাচন কবে, জানালেন প্রেস সচিব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৪৫ পিএম

দেশে নির্বাচন কবে, জানালেন প্রেস সচিব

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রæয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রæয়ারির আগেই হবে।
শুক্রবার (৩১ ক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।
তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।’
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!