শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

নির্বাচনে মান্না-আযাদসহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:৪০ এএম

নির্বাচনে মান্না-আযাদসহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচএম হামিদুর রহমান আযাদসহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভুল তথ্য, মামলাসংক্রান্ত বিষয়, স্বাক্ষর জালিয়াতি, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।শুক্রবার দেশের বিভিন্ন আসনে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য জানান।
বাতিল হওয়া প্রার্থীদের আগামী ৫-৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের নিষ্পত্তি করা হবে। 
ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র বাছাই হবে আজ শনিবার পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। এরপর নির্বাচনে চ‚ড়ান্ত প্রার্থীর সংখ্যা এবং কতটি দল শেষ পর্যন্ত নির্বাচনে থাকছে, তা জানা যাবে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রæয়ারি। প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, মান্নার হলফনামার তথ্যে গরমিল রয়েছে। আর জিন্নাহর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। একই আসনে বাতিল স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণঅধিকার পরিষদের সেলিম সরকার।
এছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল হয়েছে। বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে মনোনয়ন বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদারের।
রামু (কক্সবাজার):কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে মামলাসংক্রান্ত জটিলতায় প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরে বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনের আরেক প্রার্থী গোলাম মাওলার মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
চট্টগ্রাম:চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে তিনটিতে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ সিদ্দিকির মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া যায়। এছাড়া বাতিল বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির (জাকের) এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাতিল স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার ও আহম্মদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচএম আফরাফ বিন ইয়াকুব। চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ১ শতাংশ প্রদত্ত ভোটারের স্বাক্ষরের মধ্যে দৈবচয়নের মাধ্যমে যাচাই করা ১০ ভোটারই স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। এছাড়া বাতিল জাতীয় পার্টির প্রার্থী এমএ ছালাম ও ইসলামী আন্দোলনের প্রার্থী আমজাদ হোসেন।
কুমিল্লা:কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাতিল জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। কুমিল্লা-২-এ বাতিল মো. আব্দুস সালাম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. রবিউল উদ্দিন (স্বতন্ত্র) ও মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি)।
ফরিদপুর : ফরিদপুর-৩ (সদর) বাতিল স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ।পাবনা : পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়া) বাতিল সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম ও কেন্দ্রীয় তাঁতী দলের সহসভাপতি ইউনুস আলী।
গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল। এরা হলেন-জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র সালমা আকতার, মোস্তফা মহসিন, রমজান আলী ও মাহফুজুল হক সরদার। গাইবান্ধা-২ সদর আসনে বাতিল সিপিবির প্রার্থী মিহির ঘোষ, খেলাফত মজলিশের প্রার্থী গোলাম আজম, ইসলামী আন্দোলনের মো. আব্দুল মাজেদ।
যশোর:যশোর-৩-এ (সদর) বাতিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন। যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ূব,অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, স্বতন্ত্র ফারহান সাজিদ ও জাতীয় পার্টির জহুরুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
কুড়িগ্রাম:কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়নপত্র স্থগিত হয়েছে।
এছাড়া টাঙ্গাইলে চার আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রংপুরের ৩ ও ৪ আসনে ৬ প্রার্থী এবং মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী মহিউদ্দিনসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বরিশালের তিনটি আসনে ২ প্রার্থীর বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত হয়েছে। এছাড়াও ভোলায় ২ প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ প্রার্থী ও খুলনায় ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।ফাইলছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!