রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

রাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৩৯ পিএম

রাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে  কর্মবিরতি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে রোববার (২১ সেপ্টেম্বর) কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। দাবি না মানা হলে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কর্মবিরতি চলমান থাকবে।
এর আগে ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে একই দিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্য (উপাচার্যের অনুপস্থিতিতে) অধ্যাপক মাঈন উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতনদের বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুর আড়াইটায় ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ায়। এরপর বিকেল সাড়ে ৩টায় তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এ সময় তারা উপ-উপাচার্যের গাড়ি আটক করে এবং সেখানে টাকা ছুড়ে মারে।
পরবর্তীতে তারা উপ-উপাচার্য মাইন উদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে তিনি তার বাসভবনে প্রবেশ করতে পারেননি। একপর্যায়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে আবারও বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ ঘটনায় শিক্ষার্থীসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!