বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০১:২৭ পিএম

নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জোরদিয়ে বলেছেনআগামী ফেব্রæয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন। পেছানোর সুযোগ নেই।তিনি বলেন,জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই।’মঙ্গলবার (১৯আগস্ট)সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা।
নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্র্বতী সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেন, ‘আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন।এরপর অন্তর্র্বতী সরকার বিদায় নেবে।’
আইন উপদেষ্টা বলেন,‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সব কিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রæয়ারিতেই নির্বাচন,আমরা ফেব্রæয়ারিতে চলে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছেন। নির্বাচনের সময়কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।


 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!