চলতি বছরের নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬ টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন, দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক সই শেষে একথা জানান তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান,দুদক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো একমতপ্রায়য়, বাস্তবায়ন নির্ভর করছে সরকারের ওপর।
দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের সাথে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক সই করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর আগে বিভিন্ন মেয়াদে আরো চারবার প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
স্বাক্ষর শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দুদক মহাপরিচালক এবং টিআইবির নির্বাহী পরিচালক। এ সময় এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় দ্রæত হবে। আমরা আশা করছি, স্বাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটা বিবেচনাযোগ্য বলে মনে করে সেরকম রায় এসে যাবে।
দুদক চেয়ারম্যান আরও জানান,হাইকোর্টের রায়ে স্থগিত হওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে।দুদকের স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে খুব স্পষ্ট করে বলি-দুদক অফিস যদি দুর্নীতিমুক্ত অফিস না হয়, তাহলে অন্য অফিসকে বলার নৈতিক অধিকারই থাকে না। প্রথম কাজ হচ্ছে-আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে সেটা মুক্ত করা। এক্ষেত্রে মিডিয়া সবচেয়ে বেশি সাহায্য করছে।একইসঙ্গে তিনি জানান,হাইকোর্টের আদেশের আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগ নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :