নিজস্ব প্রতিবেদক: রাজধানী ৩০০ ফুট সড়কে প্রবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। তাঁকে বরণ করে নিতে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। এলাকাটি জনসমুদ্রে পরিণত হযেছে।
তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফুট সড়ক থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে আছে। খিলক্ষেত থেকে বিমানবন্দর মহাসড়কের পাশে বিএনপির এই নেতাকে বরণ করে নিতে লাখো লাখো নেতা-কর্মী অবস্থান নিয়ে মিছিল করতে দেখা যায়।
দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফুট সড়ক থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে আছে। অপরদিকে সংবর্ধনা মঞ্চ থেকে রূপগঞ্জের নীলা মার্কেট পর্যন্ত সড়কের একই অবস্থা।
সরেজমিনে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০০ ফিট সড়কের মঞ্চ থেকে খিলক্ষেত মহাসড়ক ও নীলা সড়ক পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এ ছাড়া, খিলক্ষেত থেকে বিমানবন্দর মহাসড়কের পাশে বিএনপির এই নেতাকে বরণ করে নিতে লাখো লাখো নেতা-কর্মী অবস্থান নিয়ে মিছিল করতে দেখা যায়।
তারেক রহমানের আগমন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত বাহিনী ছাড়াও সাদা পোশাকে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও রয়েছে স্বেচ্ছাসেবক। সন্দেহজনক ব্যক্তি ও ব্যাগ তল্লাশি করে দেখা যায় পুলিশকে।
উল্লেখ্য,দীর্ঘ ১৭ বছর পর দেশের ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বরণ করে নিয়ে রাজধানীর ৩০০ ফুট সড়কে আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনার ব্যবস্থা। তাঁকে বরণ করে নিতে কয়েক দিন ধরে এখানে চলছিল প্রস্তুতি। গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীরা এই সড়কে সমবেত হওয়া শুরু করেন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :