রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল রাজধানী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:২৯ পিএম

ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল রাজধানী

রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎই কেঁপে উঠে রাজধানী ঢাকা।
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিজরিপ সংস্থা ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। এদিকে বাংলাদেশে এই ভুমিকম্প মৃদু অনুভূত হলেও শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তি-গভীরতা নিয়ে তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভারতের স্থানীয় সময় বিকেল ৪টা ৪১ মিনিটে আসামের উড়ালগুড়ি জেলার কাছে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। এতে করে এটি অত্যন্ত তীব্র এবং বিপজ্জনক হয়ে উঠতে পারত। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। 
ভূমিকম্পের মাত্রা ও গভীরতার কারণে এটি শুধু আসাম নয়, বরং প্রতিবেশী বাংলাদেশ ভুটানসহ এসব দেশের বিভিন্ন শহরেও অনুভূত হয়েছে। ঢাকার বাসিন্দারা জানিয়েছে,কয়েক সেকেন্ডের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ছে তারা ঘর থেকে বাইরে চলে যান।
গুয়াহাটির এক বাসিন্দা বলেন, এটি যেন কখনো শেষ হবে না, এক মুহূর্তে মনে হয়েছিল আমার জীবন শেষ হয়ে গেছে, আমি সত্যিই ভেবেছিলাম ছাদ ভেঙে পড়বে।‍‍` 
এদিকে, আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করে বলেন, আসামে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। সবাই নিরাপদ থাকুক এবং ভালো থাকুক-এমন প্রত্যাশা করছি।‍‍` 
প্রথমত, ক্ষয়ক্ষতির বা প্রাণহানির খবর পাওয়া না গেলেও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,এই ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সতর্ক করেছেন,আসামের এই ভূমিকম্পটির তীব্রতা, কাছাকাছি অবস্থান এবং কম গভীরতার কারণে এর পরবর্তী কম্পনগুলোর শক্তি বেশি হতে পারে।
 

 



 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!