বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রমিকের অধিকার আদায়ের গৌরবময় দিন আজ মে দিবস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৮:২৯ এএম

শ্রমিকের অধিকার আদায়ের গৌরবময় দিন আজ মে দিবস

আজ ১ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। কর্মক্ষেত্রে শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে নানা আয়োজনে অংশ নিচ্ছে। সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা উদ্বোধন করবেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন,শ্রমিক-মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। মে দিবসের বার্তা আমাদেরকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে উৎসাহ দেয়।
রাজনৈতিক দলগুলোর কর্মসূচি-বিএনপি আজ দুপুর ২টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করেছে। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।অন্যদিকে,জামায়াতে ইসলামী আজ সকাল ৯টায় পল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!