রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমি মনে করি বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা। বিমানবন্দরের চারটি ইউনিট দ্রæত আগুন নেভানোর চেষ্টা করে।
তিনি বলেন, এই চার দেশের বিশেষজ্ঞদের আনতে চাচ্ছি, যাতে তারা ইনভেস্টিগেট করে আগুন লাগার কারণ ও কে দায়ী সেটা যেন বের করতে পারে।
জাহাঙ্গীর আলম বলেন, দাহ্য পদার্থ বেশি হওয়ার কারণে আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতেও সময় লাগে।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর পরের দিন বিকেলে পুরোপুরিভাবে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :