বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের ধরপাকড় অব্যাহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:২৪ পিএম

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের ধরপাকড় অব্যাহত

আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে ঘিরে চলছে মালয়েশিয়া জুড়ে ব্যাপক প্রস্তুতির সাথে ব্যাপক অভিযান। ধরপাকড় অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন অবৈধ এবং সাধারণ প্রবাসীরা। 
দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, চলতি মাসে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান সম্মেলনকে কেন্দ্র করে রয়্যাল পুলিশ  মালয়েশিয়া (পিডিআরএম)-এর ১০ হাজার ৪৯২ জন কর্মকর্তা এবং ইমিগ্রেশন বিভাগের ৩ হাজার সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। রাজধানীতে প্রস্তুতিমূলক কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছেও বলে তিনি বারনামা কে জানিয়েছেন।
গত কয়েক দিনের স্থানীয় গণমাধ্যমগুলোর চিত্র বলেছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির রাজধানী কুয়ালালামপুর, সেলাঙ্গর, পেনাং ও জোহরসহ বিভিন্ন রাজ্যে প্রতিদিনই কোনো না কোনো স্থানে বিশেষ করে বিভিন্ন বাণিজ্যকেন্দ্র, নির্মাণশিল্প, বাজার, রেস্তোরাঁ ও আবাসিক এলাকায় ধরপাকড় চালাচ্ছে। এ অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি, ইন্দোনেশীয়, মিয়ানমার, নেপালি ও পাকিস্তানি নাগরিক আটক হচ্ছেন। 
এদিকে গত ৪ দিন আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান আজলান শাহর চৌকিট এলাকায় ‘লিটল পাকিস্তান’ নামে পরিচিত চৌকিটে পরিচালিত বিশেষ অভিযানে ইমিগ্রেশন বিভাগ মোট ১৯৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। যার মধ্যে রয়েছে ২১ জন বাংলাদেশি। হঠাৎ ট্যুরিস্ট ফ্রেন্ডলি এলাকায় এমন অভিযান সকলকে ভাবিয়ে তুললেও স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানাযাচ্ছে আসন্ন আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনের কথা।
দেশটির প্রথমসারির প্রায় সব গণমাধ্যম বলছে, ডোনাল্ড ট্রাম্প ছাড়াও চীন, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আসিয়ানভুক্ত সব দেশের শীর্ষ নেতারা এবারের ৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!