সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০১:১৮ পিএম

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সোমবার ৫ মে সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সিইসি বলেন,‘সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না। অন্তত, যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এ অপবাদ নিয়ে মরতে চাই না। ১৮ কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করব সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনে করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি।’
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে চার জেলার নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।সিইসি বলেন, ‘আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথমদিনে তারা হাত তুলে শপথ করেছেন কারো দ্বারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য।আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ।আমরা একটি নিরপেক্ষ,বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য অনেকেই আমাদের ওপর মন খারাপ করছে।এ এম এম নাসির উদ্দিন বলেন,‘সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছেন। আমরা রাজনৈতিক সংশ্লিষ্ট সুপারিশগুলোকে সতর্কভাবে পরিহার করছি। একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। ফয়সালা হলে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়া আমরা ওসব ব্যাপারে জড়িত হতে চাই না।’
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কাউকে খুশি করার জন্য আমরা কাজ করছি না। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। যেহেতু দক্ষ প্রশাসন আছে, প্রশাসনকে জড়িত করে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নেব।’সিইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এখানে কোনো ধরণের প্রভাব ও চাপের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাল্লাহ।ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে নির্বাচিত করার প্রশ্নে সিইসি বলেন, ‘ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশন আদালতের নির্দেশনা পালন করে গেজেট প্রকাশ করেছে।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!