বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন কমিশরনের প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি, ভোটকে সুষ্ঠু করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:১৩ পিএম

নির্বাচন কমিশরনের প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি, ভোটকে সুষ্ঠু করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সঙ্গে সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীনকমিশন। 
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসির সঙ্গে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান সিইসি। ইসির প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করে তুলতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।সুষ্ঠু নির্বাচন আয়োজনে যখন যা কিছু দরকার সবধরনের সহায়তা করবেন বলে ইসিকে আশ্বাস দেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।
এদিকে,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। রেওয়াজ আছে, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে সেদিনই তফসিল দেয়া হয়।ছবি-সংগৃহীত
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!