বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন গঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই বড় ধরনের পুনর্বিন্যাসে গেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন কমিটির দায়িত্বে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দেয় বিসিবি।
নারী ক্রিকেট উইংয়ে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বিভাগে নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। এত দিন পর্যন্ত নেতৃত্ব দেওয়া আব্দুর রাজ্জাক রাজকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি পুরোপুরি দায়িত্ব ছাড়ছেন না নারী উইংয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।
রাজের জন্যও অপেক্ষা করছিল নতুন দায়িত্ব। তিনি এখন থেকে হাই-পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে এত দিন ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদ।
খালেদ মাসুদকে দেওয়া হয়েছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্বগ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। নির্বাচনের পর থেকে এই কমিটির দায়িত্ব পালন করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
বোর্ড সূত্রে জানা গেছে, এ পুনর্বিন্যাসকে বিসিবির কাঠামো আরও কার্যকর ও ফলপ্রসূ করার অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা এবং কাজের গতি বাড়ানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে বোর্ড। ছবি : সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :