নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন ১৪ জানুয়ারি ২০২৬ স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। মোঃ বেলাল হোসেন ১৪ জানুয়ারি ২০২৬-এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী গ্রেড-২ হিসেবে পদোন্নতি পান।
মোঃ বেলাল হোসেন ২৮ নভেম্বর ১৯৯২ পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পেশাদারি উৎকর্ষের সঙ্গে ভূমিকা রেখে চলেছেন।
মোঃ বেলাল হোসেন গত ৩১ অক্টোবর ২০২৩ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। সংস্থার মানবসম্পদ ব্যবস্থাপনা,মাঠভিত্তিক অভিজ্ঞতার আলোকে সৃজনশীল কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন।
মোঃ বেলাল হোসেন ১২ অক্টোবর ২০২৫-এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সংস্থার সদর দপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশের শাখার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে, কাজের গুণগত মান বজায় রেখে টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মোঃ বেলাল হোসেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি-পরিকল্পনার আলোকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে সংস্থার কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।
তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোল্যজি,রাজশাহী (বর্তমানের রাজশাহী ইউনিভার্সাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-রুয়েট) থেকে ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি পরিবেশ, সরকারি ক্রয়, সার্ভিস রুলস্, মাননিয়ন্ত্রণ, সড়ক রক্ষণাবেক্ষণ,জিআইএস, দারিদ্র্য বিমোচন এবং অংশগ্রহণমূলক পানিসম্পদ ব্যবস্থাপনাসহ সংস্থার একাধিক কার্যক্রমের ওপর প্রশিক্ষণে অংশ নেন।
মোঃ বেলাল হোসেন ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাগরাজপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ রুহুল আমিন এবং মাতার নাম মোছাঃ ফিজলাতুন্নাহার।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :