বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ ১৪৩২

রাস্তার দুপাশে লাখো জনতার শুভেচ্ছায় বুলেটপ্রæফ বাসে কড়া পাহারায় ৩০০ ফিটে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:৩৬ পিএম

রাস্তার দুপাশে লাখো জনতার শুভেচ্ছায় বুলেটপ্রæফ বাসে কড়া পাহারায় ৩০০ ফিটে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিমানবন্দর থেকে বেরিয়ে বুলেটপ্রæফ বাসে করে সেনাবাহিনী ও বিজিবির কড়া পাহারায় ৩০০ ফিটে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাস্তার দুপাশে অপেক্ষমান লাখো জনতা করতালি ও ¯েøাগানে তাকে অভিবাদন জানায়। সড়কের দুপাশে অপেক্ষমান জনতার দিকে হাত নেড়ে অভিনন্দনে সাড়া দিচ্ছেন তিনি। 
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান ধীরে ধীরে বেরিয়ে আসেন বিমানবন্দরের বাইরে।
আগে থেকেই রাখা বিশেষ বাসে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!