আইন-অপরাধ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা দুটি লকার তল্লাশি করার অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি লায়লা কানিজের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। বর্তমানে আসামি জেল হাজতে আছেন। তদন্তকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি লায়লা কানিজের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির দুটি লকার রয়েছে যার নাম্বার যথাক্রমে লকার নং-৩২ ও ৩৩ এবং চাবি নং- ১২২ ও ১২৩। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির উক্ত লকার দুটি তল্লাশি করা প্রয়োজন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :