সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রাজধানীর শহীদ মিনারে শিক্ষকদের অনশনে উপস্থিতি বাড়ছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৪২ এএম

রাজধানীর শহীদ মিনারে শিক্ষকদের অনশনে উপস্থিতি বাড়ছে

ডেইলি খবর ডেস্ক: বিশ শতাংশ বাড়িবাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।চলমান আন্দোলন নবম দিনে গড়িয়েছেছে। আমরণ অনশনের পাশাপাশি সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন শিক্ষকরা।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার এলাকায় বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন তারা।
রোববার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেবার আহ্বান জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। পোস্টে তিনি বলেন, ‘সকাল ১০টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।’
এর আগে রোববার শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন,‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন,অর্থ উপদেষ্টার সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলবেন।আর আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।’
উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। 
তাদের দাবিগুলো হচ্ছে- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়েছে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়েছে ৭৫ শতাংশ করা। 
অর্থ মন্ত্রণালয় রোববার শিক্ষকের বাড়িভাড়া ৫% বদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে বিকাল পৌনে ৪টায় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেইটে তাদের আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিকাল পৌনে ৫টায় তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান।
প্রজ্ঞাপন জারি না হওয়ায় তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল চারটার পর লংমার্চ শুরু হয়। তবে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এরআগে দুপুর ১২টায় তাদের এই লংমার্চ কর্মসূচি শুরু করার কথা ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পেছান শিক্ষক-কর্মচারীরা।‎এর আগে বেলা সাড়ে ১১টা দিকে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শহীদ মিনারে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে আজকের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাসের জন্য সর্বোচ্চ কাজ করছেন বলে জানান।
এরপর দুপুর ১২টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের নেতা অধ্যক্ষ আজিজীকে ফোন করে ‘মার্চ টু সচিবালয়’ না করতে অনুরোধ জানান।
এছাড়া সোমবার (১৩ অক্টোবর) জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ ইসলামী তিন দল ও ইনকিলাব মঞ্চ এসে শিক্ষকদের সঙ্গে একমত পোষণ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তবে মঙ্গলবার দুপুর গড়িয়েছে গেলেও কোন সিদ্ধান্ত না আসায় আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ জানান। বলেন, বিকেল ৪টার মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে ৪টার পর ‘মার্চ টু সচিবালয়’সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

 

 

 

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!