মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচনে পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয়ের প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:২৭ পিএম

জাতীয় নির্বাচনে পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয়ের প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তবে কত টাকা দামে কেনা হবে সে সিদ্ধান্ত হয়নি।আজ সোমবার ২০ অক্টোবর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন,পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, জাতীয় নির্বাচনে পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই।বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা কিনা তদন্তের আগে বলা যাবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্টের ফি কমানো হবে। এয়ারপোর্টের ইগেট খুলে দেওয়া হবে এ সপ্তাহেই।’

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!