বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

রাষ্ট্রীয় শোকের ৩ দিন ডিএমপির যে নিদেৃশনা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:২৮ পিএম

রাষ্ট্রীয় শোকের ৩ দিন ডিএমপির যে নিদেৃশনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ সময়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মহাপ্রয়াণে ডিএমপি গভীরভাবে শোকাহত।
বেগম জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ অবস্থায় তিনটি নির্দেশনা জারি করেছে ডিএমপি।
যেসব নির্দেশনা-০১. শোকের সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।
০২. উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা করা যাবে না।
০৩. উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোন কর্মকান্ড করা যাবে না।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!