মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৪:০৫ পিএম

ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৪১(১) এর ক্ষমতাবলে দি প্রিজনস অ্যাক্ট,১৮৯৪ এর ধারা (বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকের ‘এমইএস’ বিল্ডিং নম্বর-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!