শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ঢাকার গুরত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৩৮ পিএম

ঢাকার গুরত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

রাজধানী ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে একটি গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট,মাজার গেট,জামে মসজিদ গেট,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট,বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখের সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধের মাধ্যমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ও সচিবালয় এলাকায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ সীমিত করার জন্য ডিএমপি একাধিকবার নিষেধাজ্ঞা জারি করেছিল।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!