নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল আসামি এখন ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও দেশেই আছে বলে জানিয়েছেন তিনি।শনাক্তরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।নজরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।’সংবাদ সম্মেলনে চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।তিনি বলেন,ওসমান হাদির ওপর হামলায় সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট ইতিমধ্যে বøক করা হয়েছে।
ইমিগ্রেশন ডেটাবেইস অনুযায়ী তারা এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত এমন দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।কারণ, আহতের পরিবারের সদস্যরা বর্তমানে চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক। অপর দুজন অবৈধ পথে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত। তাদের কাছে হামলার বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।নতুন কোনো তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন জুলাইযোদ্ধা হাদিই না, লক্ষ জুলাইযোদ্ধা আছে। তাদের সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে হাই থ্রেট যাদের আছে, তাদের নিরাপত্তা দেওয়া হবে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :