তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় প্লাস্টিকের বোতল নিক্ষেপের ঘটনায় আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইশতিয়াক হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশতিয়াক। তিনি জানান, ‘২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে আমাকে রাখা হয়।’
ইশতিয়াক আরও বলেন,‘আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি, তবে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।’তিনি দাবি করেন, তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ‘আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না,এখনো নেই। এমনকি আমার মোবাইল চেক করে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণও পায়নি,’ বলেন তিনি।
ঘটনার সময় উপস্থিত থাকা শিক্ষার্থীদের ভাষ্যমতে, গত বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে বক্তৃতাকালে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ ¯েøাগান দিতে থাকলে উত্তেজনার মধ্যে ইশতিয়াক একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন, যা উপদেষ্টার মাথায় গিয়ে পড়ে।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তার বাসা থেকে তাকে আটক করা হয়।
আপনার মতামত লিখুন :