বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আদালতের আদেশ বাস্তবায়ন করতেই ইশরাকের গেজেট প্রকাশ: ইসিঢ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৩:৩২ পিএম

আদালতের আদেশ বাস্তবায়ন করতেই ইশরাকের গেজেট প্রকাশ: ইসিঢ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই। আইন মন্ত্রণালয়ের মতামত না পেলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।বুধবার (৩০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চতুর্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন,আমাদের ওপর ১০ দিনের মধ্যে আদালতের রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল। আমরা দ্রæত সময়ের মধ্যে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। ২৫ এপ্রিল ছিল দশম দিন, কিন্তু সেদিন ছিল শুক্রবার। আমরা আরও দু’দিন অপেক্ষা করেছি, রোববার বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু কোনো উত্তর না পেয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করি যাতে আদেশ লঙ্ঘন না হয়।
এর আগে, গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তবে, এর পরদিন আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা জানান, ইসি মতামত চাইলেও তারা মতামত দেয়ার আগেই গেজেট প্রকাশ করে। তিনি জানান, ইশরাক হোসেন মামলায় ক্লেম পরিবর্তন করায় বিষয়টি নিয়ে আপিল করা উচিত ছিল কি না, তা বিবেচনা করছিল আইন মন্ত্রণালয়।এ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, আমরা তো সংক্ষুব্ধ পক্ষ নই। আদালতের রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয়, সে আপিল করতে পারে। আমাদের দায়িত্ব ছিল রায় বাস্তবায়ন করা।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ আদালত রায় দেন। রায়ে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেয়া হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!