শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

হকের চকলেট ডাইজেসটিভ বিস্কুটে চুলেভরা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৮ পিএম

হকের চকলেট ডাইজেসটিভ বিস্কুটে চুলেভরা

ডেইলি খবর ডেস্ক: বিস্কুট তৈরীর অন্যতম কম্পানী হক। বিএসটিআই অনুমোদিত। চুলেভরা এর চকলেট ডাইজেসটিভ বিস্কুটে । এক স্কুল শিক্ষার্থী প্যাকেট খুলে খেতে গিয়ে চুল দেখতে পায়। এতে কেউ বলছেন ভেড়ার লোম আর কেউ বলছেন বকরির লোম বা খাশির লোম, কেউ বা বলছেন মানুষের চুল। আসলে এটি কিশের চুল/লোম? খোজ নিয়ে জানা গেছে হকের প্রতিটি প্রোডাক্টেই নি¤œমানের প্রস্তুত প্রণালী ব্যবহার করায় তাদের ভেজাল খাাদ্য এখন বাজারে সয়লাভ। প্রতিকারের উপায় কি। বিষয়টি নিয়ে হক-এর একাধিক ফোন নাম্বারে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!