বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:০১ এএম

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসি জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাসহ সব দিক বিবেচনা করে এই মনোনয়ন দেয়া হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে মিলবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে ফল ঘোষণা করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ১৭-এর বিধান ও ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করলো। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭টি পদে নিয়োগের সুপারিশ করা হলো।
শিগগির নন-ক্যাডার পদগুলোতেও নিয়োগের সুপারিশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে।
প্রকাশিত ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়ার কথা ছিল। আর নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।
পিএসসি সূত্র জানায়, ৪৫তম বিসিএসে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। ২০২৩ সালের ১৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেয়া হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
২০২৪ সালের ২৩ জানুয়ারি ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩১ জানুয়ারি। গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ৮ জুলাই থেকে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। কয়েক ধাপে মৌখিক পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করলো পিএসসি। এ বিসিএস শেষ করতে পিএসসির সময় লেগেছে তিন বছর।
এদিকে আজ বিকেলে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।
অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!