সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

দিল্লির বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ভারত সরকারের বিবৃতি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৫৭ পিএম

দিল্লির বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ভারত সরকারের বিবৃতি

ডেইলি খবর ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কোনো সময় নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি করার কোনো চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে দিল্লি। একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দিল্লির বাংলাদেশ মিশনে ভারতীয়দের হামলার ঘটনাকে প্রত্যাখ্যান করেছে ভারত। 
দিল্লির বাংলাদেশের হাইকমিশনে হামলা নিয়ে রবিবার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন,‘ঘটনাটি নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ করা গেছে।
প্রকৃতপক্ষে ২০ ডিসেম্বর (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ¯েøাগান দেয় এবং বাংলাদেশে সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি তোলে।’
হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ মিশনে ভারতীয় নাগরিকদের প্রবেশের বিষয়ে মুখপাত্র বলেন, এ ঘটনায় নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই দলকে ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আন্তর্জাতিক প্রটোকল ভিয়েনা কনভেনশন অনুযায়ী, নিজ ভূখন্ডে অবস্থিত বিদেশি মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রæতিবদ্ধ বলেও জানান রণধীর জয়সওয়াল।
বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড় ভাবে নজর রাখছে জানিয়ে মুখপাত্র বলেন,‘আমাদের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের আওতায় আনার আহ্বান জানায়।’সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!