বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে ৫ মিনিটেই বেরিয়ে গেলেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৫৮ এএম

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে ৫ মিনিটেই বেরিয়ে গেলেন

ডেইলি খবর ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন।জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। ৫ মিনিটের মধ্যেই বেরিয়ে যান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়।
কূটনৈতিক সূত্র আরো জানায়, প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।
এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্র্বতী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!