মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনেরন আগেই আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কিনবে অন্তর্বতী সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৩ পিএম

নির্বাচনেরন আগেই আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কিনবে অন্তর্বতী সরকার

জাতীয় নির্বাচনের আগেই এবার অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনা হবে। 
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। বৈঠকের পরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে।’ 
তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ‘৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা’ কেনা হচ্ছে না। বরং ‘যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন,চাহিদা থাকায় ‘এক কোটি ই-পাসপোর্টের বই’ কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ‘ইপিআই টিকা’ কেনা হবে। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রোজার আগে চাল ও গম আমদানি করা হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!