ডেইলিখবরডেস্ক: এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করবেন অন্তর্র্বতী সরকার থেকে সদ্য পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি,কলাবাগান,হাজারীবাগ,নিউমার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ) থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন,‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ-কোনোটিই আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।’
সংস্কারের প্রতি সমর্থন জানাতে গণভোটে ‘হ্যাঁ’জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন অন্তর্র্বতী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক বিদায় নেন তাঁরা।
শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের দুই ছাত্রনেতা কোন দলে যোগ দেবেন, তা নিয়ে দুই দিন ধরে গুঞ্জন চলছিল। এনসিপিতে যোগ দেবেন অথবা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে রাজনৈতিক সূত্রের খবরে জানা গিয়েছিল, প্রত্যাশিত পদমর্যাদা পেলে এনসিপিতেই যাবেন সদ্য সাবেক দুই উপদেষ্টা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, তারা অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গঠিত দলে আসবেন। তবে সরকারি দায়িত্ব থেকে মুক্ত হয়ে তারা কয়েকদিন সময় নিচ্ছেন। কয়েকদিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে।
গত ফেব্রæয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম। এনসিপি সূত্রের খবর, আসিফ দলটিতে যোগ দিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ার নিশ্চয়তা চান। আহ্বায়কের পরের পদমর্যাদা চান। উপদেষ্টার পদ ছাড়তে অনিচ্ছুক মাহফুজ সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান। ফলে এনসিপিতে যোগ দেওয়া নিশ্চিত হচ্ছে।
এদিকে চেষ্টা করেও মাহফুজ ও আসিফের বক্তব্য জানা যায়নি। পদত্যাগের আগের দিন গত মঙ্গলবার রাতে হেয়ার রোডে মন্ত্রিপাড়ায় আসিফের বাসায় বৈঠক করেন গণঅধিকার সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেছেন, আসিফকে গণঅধিকারে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। তিনি আগে গণঅধিকারের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। আলোচনা চলছে। তবে সিদ্ধান্ত হয়নি।
বিএনপির মিত্র দল গণঅধিকারের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, সভাপতি বা সাধারণ সম্পাদক পদ দিয়ে আসিফকে দলে আনা সম্ভব নয়। তাঁকে প্রস্তাব করা হয়েছে, গণঅধিকারে যোগ দিলে ঢাকা-১০ আসনে বিএনপি জোটের প্রার্থী করা হবে। তবে আসিফ এতে সায় দেননি। তিনি সরাসরি বিএনপিতে যেতে চেয়েছিলেন। তবে দলটি আলোচনা না এগোনোয় এ সম্ভাবনা এখন ক্ষীণ। ফলে আসিফের গণঅধিকারে যোগদানের সম্ভাবনাও ক্ষীণ।
এনসিপির নেতারা একই তথ্য জানিয়েছেন সমকালকে। তাদের ভাষ্য, আজকালের মধ্যে ঢাকা-১০ আসনে নির্বাচনী তৎপরতা শুরু করবেন প্রায় ১৬ মাস সরকারের তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন আসিফ।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :