বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধান উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৫২ পিএম

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধান উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক: শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মের নেতারা বিশ্বজুড়ে প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শের কথা স্মরণ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে দায়িত্ব জনগণ আপনার ওপর অর্পণ করেছে, তা আপনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আমরা প্রার্থনা করি, একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার এই প্রচেষ্টা সফল হবে। 
প্রধান উপদেষ্টা উপস্থিত সকলকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা সমাজের প্রতিবিম্ব; আপনাদের দেখলেই বোঝা যায় সমাজ ঠিক আছে কিনা। তিনি একটি সুস্থ সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতেই ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছে।
ড. ইউনূস আরও জানান,এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সে অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 
অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় ট্রাস্টের নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান। তারা জানান, এই অনুদান দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!