বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুষ্ঠানস্থলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (২০অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন এ ঘটনা ঘটে।
সোমবার বিকেলে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সারজিস আলম বলেন, আমরা মনে করি এ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ ও জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের মুখোশ, পরিচয় উন্মোচন করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্র্বতী সরকার ও প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান করছি।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :