রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং রোধে বিশেষ অভিযান শুরু করেছে সেনাবাহিনী। অভিযানে গত ২ দিনে মোট ৫৭ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গত ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ এর ৪৪ জনসহ অন্যান্য কিশোর গ্যাংয়ের মোট ৫৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছুদিন ধরে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়। বিশেষ করে গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ নৃশংস হামলার পরই মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়। গ্রেফতারদের মধ্যে আরও রয়েছে- পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। সেনাবাহিনী আরও জানায়, তালিকাভুক্ত কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :