মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠানের ভেন্যুতে একাধিক ককটেল বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৬:১২ পিএম

বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠানের ভেন্যুতে একাধিক ককটেল বিস্ফোরণ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুষ্ঠানস্থলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (২০অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন এ ঘটনা ঘটে।
সোমবার বিকেলে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সারজিস আলম বলেন, আমরা মনে করি এ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ ও জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের মুখোশ, পরিচয় উন্মোচন করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্র্বতী সরকার ও প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান করছি।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!