শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

এবার দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:২৫ পিএম

এবার দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

দায় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন অধ্যাপক মাফরুহী সাত্তার।আজ শুক্রবার রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না।’তিনি বলেন, ‘আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।’
নানাভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে এবং নিজের মতামত না নেওয়ায় তিনি বলেন, ‘আমি সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম। নির্বাচন কমিশনে বিভিন্ন সময় মতামত দিয়েছি। কিন্তু তারা আমার মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আমি পদত্যাগ করছি।’
উল্লেখ্য, অধ্যাপক মাফরুহী সাত্তার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, ম্যানুয়েল পদ্ধতিতেই চলবে জাকসুর ভোট গণনা, ইতোমধ্যে গণনার কাজের জন্য পোলিং অফিসার বৃদ্ধি করা হয়েছে। রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!