বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ ১৪৩২

পূর্বাচলের ৩০০ ফিটের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৫৬ পিএম

পূর্বাচলের ৩০০ ফিটের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 
ঢাকায় পা রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন বেশ কিছুক্ষণ। তবে এরপর এবার তারেক রহমান যাত্রা শুরু করেছেন পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে। সেখানে তাকে সংবর্ধনা দিতে ইতোমধ্যেই হাজির হয়েছেন লাখো সমর্থক।
যুক্তরাজ্যে থাকাকালে তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’ আলোচনার জন্ম দিয়েছিল। সেই জেবুও আজ বাংলাদেশে এসেছে। বিএনপির ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ।
তারেক রহমানকে বরণ করে নিতে ৩০০ ফিটে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সে জায়গায় ভোর রাত থেকেই ভিড় করা শুরু করেছেন সমর্থকরা। ইতোমধ্যেই কানায় কাণায় ভরে গেছে জায়গাটি। এখন অপেক্ষা কেবল তারেক রহমানের।
তারেক রহমানকে বরণ করে নিতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির আরও অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে এসে তাদের সঙ্গে কোলাকুলি করেন তারেক রহমান।
এরআগে ঢাকার মাটিতে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করেছিল আগেই। তার ১২ মিনিট পর ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন। আজ বেলা ১১টা ৫০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।
তারেক রহমানকে বহনকারী বিমান ইইঈ২৩৬ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৬ মিনিটে বিমানটি এসে ঢাকার মাটি ছুঁয়েছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!