বিজয়ের আনন্দ আর বিদায়ের বিষণ্ণতা নিয়ে হাজির মহানবমী। শারদীয়া নবরাত্রির শেষ দিনে আজ পূজিত হচ্ছেন মহামায়া। আজ দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমী,প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।মহানবমীতে মন্ডপে-মন্ডপে চলছে দুর্গাদেবীর আরাধনা। নবমীর কল্পারম্ভ ও বিহিত পূজায় গভীর প্রার্থনায় মগ্ন ভক্তরা।
এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী। আজ ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গা চামুন্ডা রূপে মহিষাসুরকে বধ করেন। সব অশুভ বিনাশ হয়। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
এন্ডপে-মন্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর। এদিনেই সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে পূজামন্ডপগুলোতে।
দেবী চলে যাবেন সেই অনুভূতি আর সকল শুভ বিনাশের আনন্দ ধ্বনি মিলে ভক্তদের মাঝে হয় মিশ্র উপলব্ধি। নবরাত্রির এই দিনে সিদ্ধিদাত্রীর উপাসনায় সংসারে সুখ এবং সমৃদ্ধির কামনা করেন অনুসারীরা। আর বাকি সময়টা আনন্দ নিয়ে মন্ডপে প্রতিমা দর্শনের প্রত্যাশা সবার।
আপনার মতামত লিখুন :